শ্রাবণ শব্দনির্ঝর
মাননীয় পাঠক,
“শব্দাশ্ব” শুধুমাত্র একটি পত্রিকাই নয়, যাপনের অনন্য অভিজ্ঞানে জারিত আনন্দ সংবেদ। শব্দাশ্বের এই সংখ্যায় খ্যাতিমান এবং অগ্রজ কবি শ্রদ্ধেয় শ্যামলকান্তি দাশ একটি কবিতা দিয়ে আমাদের মতো নবীনদের উৎসাহিত করে তুলেছেন। শঙ্খ ঘোষের প্রতি তাঁর প্রিয় ছাত্রীর একটি শ্রদ্ধাজ্ঞাপনও এই সংখ্যাতে আমাদের সমবেত শ্রদ্ধার নিদর্শনরূপে স্হান করে নিয়েছে। প্রতিবারের মতোই এবারেও শক্তিশালী লেখকদের পাশাপাশি লিখেছেন ভারত, বাংলাদেশ এবং এই মহাদেশের বাইরে থেকেও বহু স্বনামধন্য লেখক এবং কবি। অলংকরণের মনোরম আবহে শব্দাশ্বকে সাজিয়ে তুলেছেন অভিজ্ঞ এবং খ্যাতনামাদের পাশাপাশি অন্যান্য সুদক্ষ শিল্পীরা। শব্দাশ্বকে আমরা ভালোবেসে একত্রিত হয়েছি এই সংখ্যাটিতে, যার নাম “শ্রাবণ শব্দনির্ঝর।”
সম্পাদকীয় প্রগলভতার এখানেই সমাপ্তি ঘোষনা করি। বাঙ্ময় হয়ে উঠুক শব্দাশ্বের শব্দরা।
বিনীত
সম্পাদকমণ্ডলী
অর্ঘ্য রায় চৌধুরী
রুবানা ফারাহ্ আদিবা (ঊর্মি)
লীনা রায়চৌধুরী
আসিফ ইকবাল
সৌরীণ মুখার্জী
যোগাযোগ করুনঃ
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]
Site By-AstuteHorse