সংবেদ

 

শীতকাল মানে গায়ে মনে আরেকটু আলস্য মেখে নেওয়া, দুপুর রোদে মায়ের পিঠ দিয়ে বসে সন্তানের মুখে কমলালেবুর কোয়া পুরে দেওয়া, পাশে সারাবছরের ঘুমন্ত লেপটাকে শুইয়ে রেখে গরম করে নেওয়া। মিষ্টান্নেরও হরেক বাহার- পিঠে, দুধ-পুলি, পাটিসাপটা হয়ে নতুন ওঠা গুড়ের রসগোল্লা, সন্দেশ, মোয়া। জায়গায় জায়গায় বইমেলা, দল বেঁধে চড়ুইভাতি।

 

এই সমস্ত আমেজের মাঝেই প্রকাশিত হলো শব্দাশ্বর শীতকালীন সংখ্যা “সংবেদ”। এবারের সংখ্যায় অনেকেই আছেন যাঁরা প্রথমবার এই পত্রিকার জন্য লিখলেন। তাঁদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। লেখার মান ও বিষয়বৈচিত্র্যে শব্দাশ্ব সবসময়ই আলাদা আকর্ষণ দাবী করে, এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকটি মনোহারী অলঙ্করণ ও ফটোগ্রাফি তাকে সুসজ্জিত করে তুলেছে।

 

সকলে শব্দাশ্ব পড়ুন, অন্যদের পড়ান এবং মিঠেকড়া শীতের মতোই উপভোগ করুন। যথাসম্ভব সমাদৃত হয়ে উঠুক শব্দাশ্ব।

 

ধন্যবাদ ও শুভেচ্ছা,

 

শব্দাশ্ব সম্পাদকমণ্ডলী।

 

যোগাযোগ

[email protected]

প্রকাশক - Publisher

Site By-iconAstuteHorse